বাবাসাহেব -এর ১৩০তম জন্মদিবসে কোটি কোটি প্রণাম 🙏🙏
ভীমরাও রামজি আম্বেদকর যাকে আমরা বাবাসাহেব আম্বেদকর নামে চিনি তিনি শুধু স্বাধীন ভারতের সংবিধান রচয়িতাই ছিলেন না, তিনি ছিলেন একাধারে বিশিষ্ট অর্থনীতিবিদ, আইনজ্ঞ, রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক। তিনি তাঁর জীবনকালে দলিতদের (তৎকালীন অস্পৃশ্য) সাথে ঘটে আসা সকল সামাজিক বৈষম্য তথা জাতিভেদ প্রথার বিরুদ্ধে কঠোরভাবে রুখে দাঁড়িয়ে ছিলেন এবং তাদের শিক্ষা ও প্রশিক্ষণের জন্য, বিভিন্ন অধিকার স্থাপনের জন্য তথা সার্বিক উন্নয়নের জন্য বহু সংগ্রাম করেছিলেন। সেই সাথে তিনি মহিলা এবং শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবিতে সরব হয়েছিলেন।
প্রারম্ভিক জীবনে অতিকষ্ট সহ্য করেও পরবর্তীকালে কিছু ব্যর্থতা মেনে নিয়েও সারাজীবন ধরে বহু কঠোর সংগ্রাম করেছিলেন বলেই পেয়েছিলেন সাফল্য। স্বাধীন ভারতের সংবিধান রচনা, সামাজিক বৈষম্য তথা জাতিভেদ প্রথা নির্মূলে সচেষ্ট হয়ে শেষে স্বাধীন ভারতে দলিত ও পিছিয়ে পড়া তথা অনগ্রসর শ্রেণীর মানুষদের জন্য আনুপাতিক প্রতিনিধিত্ব স্থাপন ইত্যাদি ছাড়াও অনেকক্ষেত্রেই তাঁর অবদান ও কৃতিত্ব অনস্বীকার্য। তাঁর প্রতি সম্মান এবং শ্রদ্ধা সদা অসীমিত ছিল, আছে এবং থাকবে।
আজ ১৪ই এপ্রিল, ২০২০, এই কষ্টসহিষ্ণু, সংগ্রামী, বহু গুন ও বৃত্তির অধিকারী মহান ব্যাক্তি ভারতরত্ন বাবাসাহেব ড. বি. আর. আম্বেদকর –এর ১৩০তম জন্মবার্ষিকিতে আদিবাসী ছাত্র সংগঠন, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় –এর পক্ষ থেকে তাঁর প্রতি গভীর ও আন্তরিক সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপন করা হল।
ভারতরত্ন ড. ভীমরাও রামজি আম্বেদকর -এর জন্মবার্ষিকী উপলক্ষে, আদিবাসী ছাত্র সংগঠন, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় -এর পক্ষ থেকে তাঁর সাফল্য-ব্যর্থতা ও সংগ্রামময় সুবিশাল ও মহান জীবনকালের সংক্ষিপ্তাকারে একটি প্রতিবেদন।👇
©Arranged by ASA/BCKV
[উদ্ধৃত অংশটি ড. উপেন্দ্রনাথ বিশ্বাস রচিত “আম্বেদকর -অ্যান ইন্ট্রোডাকশন” নামক ইংরেজিতে প্রকাশিত প্রবন্ধ থেকে অনুবাদ করা হয়েছে। প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল আম্বেদকর সেন্টার ফর জাস্টিস অ্যান্ড পিস -এর “দ্য হোমেজ, নাগপুর ২০০৬” গ্রন্থে। উল্লেখ্য ড. উপেন্দ্রনাথ বিশ্বাস পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন।]

No comments: