9th August, 2019
#The_International_day_of_the_World's_Indigenous_Peoples is observed on 9th August every year to protect and promote the rights of the world's indigenous population. This event also recognizes the achievements and contributions that indigenous peoples make to improve world issues such as environmental protection.
This year the theme is Indigenous Languages and the year 2019 has been declared as the international year of the indigenous languages.
According to United Nations there are an estimated 370 million indigenous people in the world living across 90 countries. They make up less than 5 percent of the total world population but accounts for 15 percent of the poorest. They speaks a overwhelming majority of the world's estimated #7000_languages_and_represents_5000_different_cultures.
UN calls indigenous people as the #inheritors_and_practitioners_of_unique_cultures_and_ways_of_relating_people_and_the_environment.
আগস্ট আর আদিবাসী অন্য আঙ্গিকে আপন হয়েছে। আগস্টই বিশ্ব আদিবাসী দিবস। আগস্টের শ্লোগান-সেভ আদিবাসী। সেভ ওয়ার্ল্ড। আদিবাসীদের মধ্যেই মিশে আছে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার মন্ত্র। পৃথিবী জুড়ে আওয়াজ উঠছে আদিবাসীদের অস্তিত্ব রক্ষা করতে হবে। আদিবাসীদের শিক্ষার অধিকার সুনিশ্চিত করতে হবে। বন,জঙ্গল,পাহাড়ের অধিকার আদিবাসীদের। আদিবাসীদের শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন বিশ্ব জুড়ে সুনিশ্চিত করা দরকার। আদিবাসী দিবস অধিকার আদায়ের দিবস। আদিবাসীদের ধর্ম, সংস্কৃতি রক্ষায় সিডুল এরিয়া নির্ধারিত করা আবশ্যক। আদিবাসীদের নিজস্ব বিচার ব্যবস্থা, রীতি নীতি অব্যাহত রাখা জরুরী।
১৯৯০ সালের ১৮ই ডিসেম্বর জাতি সংঘের সিদ্ধান্ত হয় ১৯৯৩ সালকে আন্তর্জাতিক আদিবাসী বর্ষ হিসাবে ঘোষণা করা হয়। আর সারা বিশ্বের আদিবাসীদের মানবাধিকার, পরিবেশ, উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সমস্যা সমাধান করা হবে আন্তর্জাতিক স্তরে।আদিবাসীদের আন্তর্জাতিক স্তরে সহযোগিতা করা হবে। আর এই জন্য আদিবাসী দশক ঘোষনা করা হয় -১৯৯৫ থেকে ২০০৪ সাল পর্যন্ত। জাতি সংঘ আদিবাসীদের জন্য প্রথম আদিবাসী দশক ঘোষনা করে। প্রথম আদিবাসী দশকের শ্লোগান ছিল ইন্ডিজেনাস পিপল পার্টনারশিপ ইন এ্যকসন। আবার ২৩ ডিসেম্বর ১৯৯৪ সাল ঘোষনা হয় ৯ ই আগস্ট কে আন্তর্জাতিক বা বিশ্ব আদিবাসী দিবস হিসাবে পালন করার। বিশ্বের আদিবাসীদের অবস্থা তেমন কিছু পরিবর্তন হয়নি।২০০৪ সালের ২০ ডিসেম্বর দ্বিতীয় আদিবাসী দশক হিসাবে ঘোষণা করা হয়। ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত দ্বিতীয় আদিবাসী দশক। দ্বিতীয় আদিবাসী দশকের শ্লোগান-ইন্ডিজেনাস পিপল পার্টনারশিপ ফর এ্যকসন এন্ড ডিগনিটি। জাতি সংঘ আদিবাসীদের অর্থনৈতিক ও সামাজিক অধিকারের আন্তর্জাতিক ভাবে স্বীকৃত দিলেও বহু দেশেরই সরকার তা কার্যকর করতে অনীহা বা এড়িয়ে যাচ্ছে। দ্বিতীয় আদিবাসী দশকের বার্তা আদিবাসী জন মানুষে পৌঁছানো গেল না। আদিবাসীদের অধিকার কি তা অকল্পনীয়, অধরাই, দিক ভ্রান্ত, বিপন্নতার মুখোমুখি। প্রতিদিন, প্রতি মুহূর্তে আদিবাসী নর নারী অত্যাচারিত। শিক্ষা ক্ষেত্রেও প্রতারিত-বঞ্চিত-লাঞ্ছিত। নিগ্রহ হচ্ছে মানসিক ভাবে,ধর্ষিত হচ্ছে কৌশলে। আবারও ২০১৯ আন্তর্জাতিক আদিবাসী ভাষা বর্ষ হিসাবে ঘোষিত হলেও আদিবাসী ভাষাচর্চা- ভাষা উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে কী না তা তো সময় এবং বাস্তবেই বলবে। এরই মাঝে হিসাবের মিল গরমিলের মধ্যেই নাচ-গান-অর্কেস্ট্রা অনুষ্ঠানের মাধ্যমে পেরোবে আর এক আদিবাসী দিবস।।
This year the theme is Indigenous Languages and the year 2019 has been declared as the international year of the indigenous languages.
According to United Nations there are an estimated 370 million indigenous people in the world living across 90 countries. They make up less than 5 percent of the total world population but accounts for 15 percent of the poorest. They speaks a overwhelming majority of the world's estimated #7000_languages_and_represents_5000_different_cultures.
UN calls indigenous people as the #inheritors_and_practitioners_of_unique_cultures_and_ways_of_relating_people_and_the_environment.
আগস্ট আর আদিবাসী অন্য আঙ্গিকে আপন হয়েছে। আগস্টই বিশ্ব আদিবাসী দিবস। আগস্টের শ্লোগান-সেভ আদিবাসী। সেভ ওয়ার্ল্ড। আদিবাসীদের মধ্যেই মিশে আছে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার মন্ত্র। পৃথিবী জুড়ে আওয়াজ উঠছে আদিবাসীদের অস্তিত্ব রক্ষা করতে হবে। আদিবাসীদের শিক্ষার অধিকার সুনিশ্চিত করতে হবে। বন,জঙ্গল,পাহাড়ের অধিকার আদিবাসীদের। আদিবাসীদের শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন বিশ্ব জুড়ে সুনিশ্চিত করা দরকার। আদিবাসী দিবস অধিকার আদায়ের দিবস। আদিবাসীদের ধর্ম, সংস্কৃতি রক্ষায় সিডুল এরিয়া নির্ধারিত করা আবশ্যক। আদিবাসীদের নিজস্ব বিচার ব্যবস্থা, রীতি নীতি অব্যাহত রাখা জরুরী।
১৯৯০ সালের ১৮ই ডিসেম্বর জাতি সংঘের সিদ্ধান্ত হয় ১৯৯৩ সালকে আন্তর্জাতিক আদিবাসী বর্ষ হিসাবে ঘোষণা করা হয়। আর সারা বিশ্বের আদিবাসীদের মানবাধিকার, পরিবেশ, উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সমস্যা সমাধান করা হবে আন্তর্জাতিক স্তরে।আদিবাসীদের আন্তর্জাতিক স্তরে সহযোগিতা করা হবে। আর এই জন্য আদিবাসী দশক ঘোষনা করা হয় -১৯৯৫ থেকে ২০০৪ সাল পর্যন্ত। জাতি সংঘ আদিবাসীদের জন্য প্রথম আদিবাসী দশক ঘোষনা করে। প্রথম আদিবাসী দশকের শ্লোগান ছিল ইন্ডিজেনাস পিপল পার্টনারশিপ ইন এ্যকসন। আবার ২৩ ডিসেম্বর ১৯৯৪ সাল ঘোষনা হয় ৯ ই আগস্ট কে আন্তর্জাতিক বা বিশ্ব আদিবাসী দিবস হিসাবে পালন করার। বিশ্বের আদিবাসীদের অবস্থা তেমন কিছু পরিবর্তন হয়নি।২০০৪ সালের ২০ ডিসেম্বর দ্বিতীয় আদিবাসী দশক হিসাবে ঘোষণা করা হয়। ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত দ্বিতীয় আদিবাসী দশক। দ্বিতীয় আদিবাসী দশকের শ্লোগান-ইন্ডিজেনাস পিপল পার্টনারশিপ ফর এ্যকসন এন্ড ডিগনিটি। জাতি সংঘ আদিবাসীদের অর্থনৈতিক ও সামাজিক অধিকারের আন্তর্জাতিক ভাবে স্বীকৃত দিলেও বহু দেশেরই সরকার তা কার্যকর করতে অনীহা বা এড়িয়ে যাচ্ছে। দ্বিতীয় আদিবাসী দশকের বার্তা আদিবাসী জন মানুষে পৌঁছানো গেল না। আদিবাসীদের অধিকার কি তা অকল্পনীয়, অধরাই, দিক ভ্রান্ত, বিপন্নতার মুখোমুখি। প্রতিদিন, প্রতি মুহূর্তে আদিবাসী নর নারী অত্যাচারিত। শিক্ষা ক্ষেত্রেও প্রতারিত-বঞ্চিত-লাঞ্ছিত। নিগ্রহ হচ্ছে মানসিক ভাবে,ধর্ষিত হচ্ছে কৌশলে। আবারও ২০১৯ আন্তর্জাতিক আদিবাসী ভাষা বর্ষ হিসাবে ঘোষিত হলেও আদিবাসী ভাষাচর্চা- ভাষা উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে কী না তা তো সময় এবং বাস্তবেই বলবে। এরই মাঝে হিসাবের মিল গরমিলের মধ্যেই নাচ-গান-অর্কেস্ট্রা অনুষ্ঠানের মাধ্যমে পেরোবে আর এক আদিবাসী দিবস।।
![]() |
| Freedom Fighters and Social Reformers |
![]() |
| Culture |
![]() |
| Theme by United Nations for the year 2019 |




No comments: