ads

SAGUN JANAM MAHA RE SHAY SHAY JOHAR



👉 কবি সারদাপ্রসাদ কিস্কু ছিলেন একাধারে সাঁওতালি কবি, গীতিকার, দার্শনিক ও সমাজ সংস্কারক। তাঁর কলমের লেখনীতে এসেছে সমাজ চেতনা। তাঁর বিভিন্ন লেখার মধ্য দিয়ে আদিবাসী সমাজে এসেছে ‘নবজাগরণ’। তিনি তাঁর সাহিত্য সৃষ্টির জন্য ভাগলপুর বিশ্ববিদ্যালয়ের ‘কবিরত্ন’ সম্মানে ভূষিত হয়েছেন। আদর্শ শিক্ষক হিসেবে ‘রাষ্ট্রপতি পুরস্কার’ লাভ করেছেন। এছাড়াও আরও অনেক সম্মানে সম্মানিত হয়েছেন।
👉 ‘এভেন’, ‘পছিম বাংলা’, ‘হড় সম্বাদ’, ‘তেতরে’ প্রভৃতি তৎকালীন বিখ্যাত পত্রিকাগুলিতে তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হত। আকাশবাণী, কলকাতা থেকে তাঁর সাহিত্যশৈলী প্রচারিত হত।
👉 ‘ভুরকৌঃ ইপিল’ (১৯৫৩), ‘কুহুবাউ’ (১৯৬০), ‘গাম-গাদার’ (১৯৬৭) প্রভৃতি তাঁর বিখ্যাত গ্রন্থগুলি দেওঘর থেকে প্রকাশিত হয়েছিল। তিনি কলমকে হাতিয়ার করে সমাজ সংস্কারে ব্রতী হয়েছিলেন।
তাঁর এই অক্লান্ত পরিশ্রম ও প্রয়াসকে গভীর সম্মান জানিয়ে আমরা আদিবাসী ছাত্র সংগঠন, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজ ২রা ফেব্রুয়ারি সাঁওতালি কবি ও সাহিত্যিক সারদাপ্রসাদ কিস্কু -র ৯২-তম জন্মদিবসে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি।
হারিয়ার হুলসাই জোহার🙏🙏🙏🙏
© Arranged by ASA/BCKV



No comments:

ads
Powered by Blogger.